জমা জলে পা ফেলতেই সব শেষ কলকাতায়! পাঁচ জনের মৃত্যুতে শিউরে উঠছেন বাসিন্দারা – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতায় রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। মঙ্গলবার সকালের শহরে জলমগ্ন পরিস্থিতি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। সকাল থেকেই শহরের নানা প্রান্তে থমকে গেছে যান চলাচল। এর মধ্যেই জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। এই ঘটনা শহরের বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি করেছে। মৃতদের মধ্যে একজন নেতাজি নগর, একজন ইকবালপুর, একজন বেনিয়াপুকুর, একজন কালিকাপুর এবং একজন বালিগঞ্জ প্লেসের বাসিন্দা।
রেকর্ড বৃষ্টিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা কার্যত জলের নিচে। উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার রাস্তাঘাট কোমর সমান জলে ডুবে আছে। মানিকতলা থেকে মুদিয়ালি পর্যন্ত একই ছবি। রেল ও মেট্রো লাইনে জল জমে যাওয়ায় ট্রেন পরিষেবা ব্যাহত হচ্ছে, অনেক ট্রেন বাতিলও করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় শহরে গড় বৃষ্টিপাত হয়েছে ২৪৭.৫ মিমি। এই বিপুল পরিমাণ বৃষ্টি শহরের নাগরিক পরিষেবা ভেঙে দিয়েছে।