ইস্টবেঙ্গল তারকার গোপন ইচ্ছে ফাঁস, কিসের জন্য ব্যাকুল পিভি বিষ্ণু – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা লিগে চ্যাম্পিয়ন হওয়ার পর ইস্টবেঙ্গল তারকা পিভি বিষ্ণুর মুখে এবার নতুন লক্ষ্য। কলকাতা লিগ দু’বার জিতলেও বিষ্ণুর আসল স্বপ্ন জাতীয় দলে খেলা। দেশের জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান এই উইঙ্গার। এই প্রসঙ্গে তিনি বলেন, “আইএসএল-এর থেকে কলকাতা লিগ কঠিন মনে হয় আমার কাছে। এই লিগ জেতা খুবই গুরুত্বপূর্ণ। তবে এখন আমার একটাই লক্ষ্য, জাতীয় দলে সুযোগ পাওয়া।”

লাল হলুদের এই তরুণ ফুটবলার চোট সারিয়ে ফিরে আরও পরিণত হয়েছেন। কোচ খালিদ জামিলের চোখে এখন তিনি অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাঁর কথায়, কলকাতা লিগ জয়কে তিনি এবারের জয়কেই এগিয়ে রাখছেন। কারণ চোট সারিয়ে ফিরে নিজের সেরাটা দিতে পেরেছেন। তিনি লিগ জয় পরিবারের পাশাপাশি সমর্থকদেরও উৎসর্গ করেছেন। একই সঙ্গে দলের আরেক স্ট্রাইকার ডেভিড লালনসাঙ্গা জানিয়েছেন, ইস্টবেঙ্গলের হয়ে চ্যাম্পিয়নশিপ ম্যাচে করা গোলটিই তাঁর সেরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *