পাকিস্তান সীমান্তে এবার ভারতের হাতে আরও শক্তিশালী অস্ত্র, কী আসছে মস্কো থেকে? – এবেলা

এবেলা ডেস্কঃ

সীমান্তে একের পর এক হামলা প্রতিহত করে তাক লাগিয়ে দিয়েছে ভারতের ‘সুদর্শন চক্র’ বা এস-৪০০ মিসাইল সিস্টেম। এবার এই মারণাস্ত্রের শক্তি আরও বাড়াতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক। এই পরিস্থিতিতেই সুখবর এল মস্কো থেকে। জানা গিয়েছে, ভারত-রাশিয়ার পূর্ববর্তী চুক্তি অনুযায়ী ২০২৬ সালেই নয়াদিল্লির হাতে আসছে পঞ্চম এস-৪০০ মিসাইল।

রুশ সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ভারত ও রাশিয়ার মধ্যে পাঁচটি এস-৪০০ মিসাইল সরবরাহের চুক্তি হয়েছিল। এর মধ্যে চারটি ইতোমধ্যে ভারতে পৌঁছে গেছে। পঞ্চম এবং শেষ মিসাইলটি আসবে আগামী বছর। উল্লেখ্য, ২০১৮ সালে চিন সীমান্তে বেড়ে চলা সংঘাতের মোকাবিলা করতে ৫.৫ বিলিয়ন ডলারের বিনিময়ে এই পাঁচটি এস-৪০০ মিসাইল কেনার চুক্তি করে ভারত। যদিও বিভিন্ন কারণে এর সরবরাহ বিলম্বিত হয়।

রাশিয়ায় তৈরি এই এস-৪০০ বর্তমানে বিশ্বের অন্যতম সেরা প্রতিরক্ষা ব্যবস্থা। এটি কমপক্ষে ৬০০ কিলোমিটার দূর থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে পারে এবং ৪০০ কিলোমিটার দূর থেকে তা ধ্বংস করতে সক্ষম। বর্তমানে ভারত পাকিস্তান ও চিনকে নজরে রেখে তিনটি এস-৪০০ মিসাইল সিস্টেম পাঞ্জাব, রাজস্থান ও উত্তর-পূর্বে মোতায়েন করেছে। এর ৪০০ কিলোমিটার রেঞ্জের কারণে ভারতের উত্তর, পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চল পুরোপুরি সুরক্ষিত রয়েছে। ‘অপারেশন সিঁদুরে’র সময় এর ক্ষমতা প্রত্যক্ষ করেছে গোটা বিশ্ব, যখন এটি পাকিস্তানের লাগাতার হামলা রুখে দিয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *