আনন্দ আর বিষাদের লুকোচুরি শেষ হলো! পুজোর ৫ দিন যা করবেন – এবেলা
September 24, 2025
এবেলা ডেস্কঃ
পুজো মানেই আনন্দ, হই-হুল্লোড় আর প্রিয়জনের সঙ্গে নতুন স্মৃতি তৈরি করা। দুর্গাপূজার এই বিশেষ দিনগুলিতে যদি সেরা অভিজ্ঞতা পেতে চান, তবে কিছু টিপস অবশ্যই মাথায় রাখা উচিত। শুধু প্যান্ডেল হপিং বা নতুন জামা পরা নয়, এই সময়টায় শহরের অলিগলিতে মিশে থাকে এক অন্যরকম আবেগ।
আপনি কি এখনও পুজোর প্ল্যান করে উঠতে পারেননি? চিন্তা নেই! বন্ধু-বান্ধবদের সঙ্গে সকাল-সকাল প্যান্ডেল ঘুরে শিল্পীদের অসাধারণ সৃষ্টিগুলো দেখতে পারেন। দুপুরের লাঞ্চ হোক কিংবা রাতের ডিনার, পরিবারের সঙ্গে রেস্তোরাঁয় নতুন কিছু ট্রাই করার অভিজ্ঞতা কিন্তু দারুণ। আর অষ্টমীর সন্ধিপূজো বা ধুনুচি নাচে অংশ না নিলে তো পুজোই আসাম্পূর্ণ। এই কয়েকটি দিন শুধুই উৎসব নয়, বরং এটি বাঙালিয়ানা, সংস্কৃতি ও ঐতিহ্যের এক মিলনমেলা।