জলে ভাসছে হাসপাতাল, কর্মীরাও আটকে! রাতভর কী ঘটল আরজি কর, এনআরএস-এ – এবেলা

এবেলা ডেস্কঃ

রাতভর ভারী বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতা। শহরের প্রায় সব হাসপাতালের একই ছবি। আরজি কর থেকে শুরু করে এনআরএস, এসএসকেএম হাসপাতাল পর্যন্ত জল থৈ থৈ। শুধু হাসপাতাল চত্বরই নয়, রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ায় বাস ও ট্রেন পরিষেবাও ব্যাহত হয়েছে। ফলে অনেক কর্মীই সময়মতো কর্মস্থলে পৌঁছতে পারেননি। এই পরিস্থিতিতে রাতের ডিউটিতে থাকা কর্মীদের আপাতত থেকে যেতে বলা হয়েছে। তবে কর্তৃপক্ষের দাবি, সব হাসপাতালেই চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রয়েছে।

ন্যাশনাল মেডিক্যাল কলেজ এবং এসএসকেএম-এর একাংশে এখনও জল জমে রয়েছে। মেডিক্যাল কলেজের ল্যাবরেটরির সামনে জল ঢুকে পড়ায় পাম্প দিয়ে জল সরানোর চেষ্টা চলছে। ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের এক্স-রে রুমেও হাঁটুসমান জল দেখা গেছে।

নীলরতন সরকার (এনআরএস) হাসপাতালের সাধারণ ওয়ার্ড এবং জরুরি বিভাগে জল না ঢুকলেও হাসপাতালের ভিতরের রাস্তায় জল জমে রয়েছে। কর্মীদের অনুপস্থিতির কারণে রাতের শিফটে যারা ছিলেন, তাদের অতিরিক্ত সময় কাজ চালিয়ে যেতে বলা হয়েছে।

একই চিত্র আরজি কর হাসপাতালেও। হাসপাতালের তিনটি প্রধান ফটকই জলমগ্ন। পার্কিং ও ক্যান্টিন-সহ নিচু এলাকাগুলিতেও জল জমে রয়েছে। যদিও পাম্প চালিয়ে জল বের করার চেষ্টা চলছে, তবুও আশপাশের এলাকার জল হাসপাতাল চত্বরে প্রবেশ করছে। এই পরিস্থিতিতে বহির্বিভাগে রোগীর সংখ্যাও অনেক কম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *