ফাঁকা রাস্তায় দিনেও জ্বলছে আলো, অন্ধকারে ডুবে ফালাকাটা – এবেলা

এবেলা ডেস্কঃ

রাত হলে নিভে যায় আলো, কিন্তু দিনের বেলায় জ্বলে থাকে শহরের পথবাতি। ফালাকাটা পৌরসভার এই অদ্ভুত ও পরস্পর বিরোধী চিত্র দেখে প্রশ্ন তুলছে স্থানীয়রা। শহরের মেইন রোডে দিনের আলোয় জ্বলন্ত পথবাতি দেখে ক্ষুব্ধ স্থানীয় মানুষ। তাদের অভিযোগ, যেখানে রাতে বিদ্যুতের অভাবে পথঘাট অন্ধকার থাকে, সেখানে দিনে এইভাবে লাইট জ্বালিয়ে বিপুল পরিমাণ বিদ্যুৎ অপচয় করা হচ্ছে।

পৌর প্রশাসনের এমন উদাসীনতায় নাগরিক পরিষেবা নিয়ে প্রশ্ন উঠছে। সাধারণ মানুষ পৌর কর্তৃপক্ষের কাছে দ্রুত এই অব্যবস্থা বন্ধ করার দাবি জানিয়েছেন। তাদের মতে, একদিকে যেমন বিদ্যুতের অপচয় হচ্ছে, তেমনই রাতের বেলায় বিদ্যুৎ না থাকায় নাগরিকদের সমস্যা বাড়ছে। অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে বাসিন্দাদের ক্ষোভ আরও বাড়বে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *