সিপিআই(এম)-এর চন্দ্রকোনারোডে বিডিও অফিস ঘেরাও— কী দাবিতে উত্তাল হলো এলাকা? – এবেলা

এবেলা ডেস্কঃ

১০০ দিনের কাজের নিশ্চয়তা এবং কাজের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে সিপিআই(এম)। ‘রক্ষা করো জব কার্ড, আদায় করো কাজের অধিকার’ স্লোগানকে সামনে রেখে সিপিআই(এম) দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয় এবং শহরের প্রধান রাস্তাগুলি প্রদক্ষিণ করে। এরপর মিছিলটি বিডিও অফিসের সামনে গিয়ে শেষ হয়, যেখানে নেতা-কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন।

এই দিন ১০০ দিনের কাজ পুনরায় চালু করা, আবাস যোজনার সমস্ত উপভোক্তাকে দ্রুত বাড়ি পাইয়ে দেওয়া এবং রাসায়নিক সারের কালোবাজারি বন্ধ করার মতো একাধিক দাবি জানানো হয়। বিক্ষোভে উপস্থিত ছিলেন সুশান্ত ঘোষ, তাপস সিনহা, বিজয় পাল, উত্তম মণ্ডল, সনৎ চক্রবর্তী, চঞ্চল মন্ডল, শ্যাম পান্ডে, দিবাকর ভূঁইয়া সহ কৃষক ও ক্ষেতমজুর সেলের অন্যান্য স্থানীয় নেতৃত্ববৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *