নাতনির জন্ম, ঠাকুমার মনজুড়ে বিষাদ! নাতির আশায় ৪ মাসের শিশুকে খুন – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রদেশের নর্মদাপুরম জেলায় চার মাসের শিশুকন্যাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে তার ঠাকুমার বিরুদ্ধে। নাতির প্রত্যাশা পূরণ না হওয়ায় এবং পরপর দুই কন্যাসন্তানের জন্ম হওয়ায় ক্ষোভে এই চরম পদক্ষেপ নিয়েছেন ওই বৃদ্ধা।
পুলিশ সূত্রে জানা গেছে, নর্মদাপুরমের বারখেদি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। অভিযুক্ত ঠাকুমার নাম মীনাবাই আসওয়ারে। পুলিশের জেরায় তিনি স্বীকার করেছেন যে তিনি তার ছেলের দ্বিতীয় কন্যাসন্তানের জন্মতে খুশি ছিলেন না। তিনি চেয়েছিলেন, তার ছেলের একটি ছেলে হোক।
গত শুক্রবার শিশুটি বাড়ির পিছনের দোলনায় ঘুমাচ্ছিল। এই সুযোগে মীনাবাই তার মুখের ওপর তোয়ালে চাপা দিয়ে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করেন। সেই সময় শিশুটির মা ঘরের ভেতরে অন্য কাজে ব্যস্ত ছিলেন। খুনের পর তিনি শিশুটির মৃতদেহ একটি ব্যাগে ভরে বাড়ির কাছেই একটি শুকনো কুয়ায় ফেলে দেন।
এরপর যখন শিশুটির নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে, তখন তার ঠাকুরদা কুয়োয় একটি ব্যাগ দেখতে পান। কিন্তু মীনাবাই তাকে বাধা দিয়ে বলেন যে ওই ব্যাগে নোংরা কাপড় রাখা আছে।
তিনদিন পর পুলিশ সেই কুয়ো থেকে ব্যাগ এবং শিশুটির মৃতদেহ উদ্ধার করে। শিশুটির বাবা জানিয়েছেন, মীনাবাই পরে তাদের কাছে খুনের কথা স্বীকার করেছেন। তিনি তার মায়ের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে, এই ঘটনার পাশাপাশি পাঞ্জাবের জলন্ধরে ঘটে যাওয়া আরও একটি নৃশংস হত্যাকাণ্ডের খবর সামনে এসেছে। সেখানে ছয় মাসের কন্যাসন্তানকে খুন করার অভিযোগ উঠেছে তার দাদু ও দিদিমার বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, শিশুটির মা বারবার বিয়ে করে এবং এক পর্যায়ে প্রেমিককে নিয়ে পালিয়ে যায়। মায়ের এই কুকীর্তির কারণেই শিশুটিকে খুন করা হয়েছে বলে অভিযোগ। বৃদ্ধ দম্পতি পুলিশি জেরায় খুনের কথা স্বীকার করেছেন। তারা শিশুটির দেহ হাইওয়ের পাশের একটি কালভার্টে ফেলে দিয়েছিলেন। পুলিশ তাদের গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে।