ট্রাম্পের বিস্ফোরক দাবি, প্যারাসিটামল খেলে শিশুদের অটিজম হয় – এবেলা

এবেলা ডেস্কঃ

গর্ভবতী মহিলাদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক চাঞ্চল্যকর দাবি ঘিরে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। ট্রাম্পের বিস্ফোরক মন্তব্যে তিনি ব্যথানাশক ওষুধ প্যারাসিটামলকে শিশুদের অটিজমের জন্য দায়ী করেছেন।

সোমবার মার্কিন স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমেরিকায় অটিজমের হার আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে এবং এর কারণ সম্ভবত অ্যাসিটামিনোফেন বা প্যারাসিটামল। তার দাবি, কিছু গবেষণায় দেখা গিয়েছে গর্ভবতী অবস্থায় এই ওষুধ সেবন করলে গর্ভস্থ শিশুর অটিজম হওয়ার ঝুঁকি থাকে। তবে তিনি নিজেও স্বীকার করেন, এই যোগসূত্র এখনও প্রমাণিত নয়।

ট্রাম্পের এই দাবি দ্রুত চিকিৎসক ও বিজ্ঞানীদের সমালোচনার মুখে পড়ে। তারা তার বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে উড়িয়ে দিয়েছেন। চিকিৎসকদের মতে, অটিজম একটি স্নায়বিক সমস্যা যার প্রকৃত কারণ এখনো পুরোপুরি স্পষ্ট নয় এবং প্যারাসিটামলের সঙ্গে এর কোনো প্রমাণিত যোগ নেই।

সাধারণ ব্যথানাশক ও জ্বর উপশমের জন্য প্যারাসিটামল সারা বিশ্বে বহুল ব্যবহৃত একটি ওষুধ। আমেরিকায় এটি অ্যাসিটামিনোফেন নামে পরিচিত। চিকিৎসকরা বলছেন, কোনো ওষুধই চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয়, কিন্তু প্যারাসিটামল অটিজমের কারণ এমন কোনো বৈজ্ঞানিক তথ্য বা প্রমাণ নেই। ফলে ট্রাম্পের মন্তব্য চিকিৎসা বিজ্ঞানের পরিপন্থী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *