মালদহে আদিবাসী নাবালিকা নির্যাতনের প্রতিবাদে উত্তাল বিক্ষোভের মুখে পুলিশ – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ জুড়ে আদিবাসী নাবালিকা ছাত্রীদের উপর শীলতাহানি, ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল মালদহ। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল আদিবাসী সেঙ্গেল অভিযান এবং জেডিপি নামে দুটি সংগঠন। দুপুরে সংগঠনের নেতা-কর্মীরা মিছিল করে মালদা থানার গেটের সামনে এসে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, বীরভূমে এক আদিবাসী নাবালিকাকে অপহরণের পর ধর্ষণ ও খুন করা হয়েছে। তার দেহ এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। এই ঘটনায় পুলিশের নিস্ক্রিয় ভূমিকার তীব্র নিন্দা করেছে আন্দোলনকারীরা।
সংগঠনগুলি জানিয়েছে, দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে দুর্গাপূজার পর ‘বাংলা বন্ধের’ ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিন সংগঠনের নেতা মোহন হাসদা সহ অন্যান্য নেতৃবৃন্দ মালদা থানার আইসির কাছে একটি স্মারকলিপি জমা দেন।