নিম্নচাপের জেরে চরম দুর্ভোগ! রানওয়েতে জল জমে বিপর্যস্ত কলকাতা বিমানবন্দর, বাতিল ৩০টি বিমান – এবেলা

এবেলা ডেস্কঃ

নিম্নচাপের প্রভাবে টানা পাঁচ ঘণ্টার প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা। দুর্গাপুজোর ঠিক মুখে এই বৃষ্টিতে ব্যাহত হয়েছে ট্রেন, মেট্রো এবং বিমান পরিষেবা। মঙ্গলবার সকালে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে জল জমে যাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়।

বৃষ্টির কারণে বিমানকর্মীরা সময় মতো কাজে যোগ দিতে না পারায় বিমান পরিষেবা কিছুক্ষণের জন্য থমকে যায়। ডিসপ্লে বোর্ডও কাজ করা বন্ধ করে দেয়। এর ফলে বহু যাত্রী সময় মতো বিমান ধরতে পারেননি। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়, খারাপ আবহাওয়ার কারণে মোট ৩০টি বিমান বাতিল করা হয়েছে এবং ৪২টি বিমান দেরিতে চলছে।

তবে কিছুক্ষণ আগে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। যদিও ভারী বৃষ্টির কারণে মঙ্গলবার বিমানবন্দরের কার্যক্রম মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *