ভূতুড়ে বাড়িতে ঘড়ির রহস্য ফাঁস, চিঠি পেয়ে চমকে উঠল যুবক! – এবেলা

এবেলা ডেস্কঃ

এক রহস্যময় চিঠির সূত্র ধরে এক প্রাচীন বাড়ির গোপন রহস্য উন্মোচিত হল। কলকাতার এক শতাব্দী পুরোনো বাড়িতে একা থাকতেন পার্থ মুখার্জি। হঠাৎ একদিন ডাকবাক্সে একটি হলুদ খামে রহস্যময় একটি চিঠি পান তিনি। তাতে লেখা ছিল, ‘আজ রাত ১২টার আগে বাড়ির ঘড়ি থামিয়ে দিও, নইলে বিপদ আসবে।’ চিঠি পড়ে পার্থ চমকে ওঠেন কারণ তিনি জানতেন দোতলায় ঝোলানো ঘড়িটি বহু বছর ধরে নষ্ট হয়ে আছে। সেই রাতে ঠিক ১১টায় হঠাৎই সেই বন্ধ ঘড়ি থেকে টিক টিক শব্দ শোনা যায়। টর্চ হাতে দোতলায় উঠে পার্থ দেখলেন, ঘড়িটি সত্যি সত্যি চলতে শুরু করেছে! সেই সময় ঘড়ির কাচে নিজের চেহারার পাশে আরেকটি ছায়া দেখতে পান তিনি, যা নিমেষেই উধাও হয়ে যায়।

রহস্যের সন্ধানে পার্থ খেয়াল করলেন দেয়ালের একটি অংশ থেকে ফাঁপা শব্দ আসছে। সেখানে একটি গোপন দরজা খুলে তিনি খুঁজে পেলেন একটি ডায়েরি ও কিছু পুরোনো দলিল। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, “আমি অমরেশ মুখার্জি, এই বাড়ির পূর্ব মালিক। আমাকে আমার আপন ভাই খুন করে এই ঘরের মেঝেতে পুঁতে রেখেছে।” সেই ডায়েরি ও দলিল নিয়ে তিনি পুলিশে খবর দেন। তদন্তে নেমে পুলিশ মেঝে খুঁড়ে একটি কঙ্কাল খুঁজে পায়। পরবর্তীতে জানা যায়, সম্পত্তি দখলের জন্য রাজীব মুখার্জিই পার্থকে ভয় দেখিয়েছিল। ঘড়ির রহস্য, ডায়েরি ও দলিলের সূত্র ধরে রাজীবকে গ্রেপ্তার করা হয়। শেষ পর্যন্ত সত্য উন্মোচিত হয় এবং অমরেশ মুখার্জির আত্মা শান্তি পায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *