কুমার শানুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ! ‘গর্ভাবস্থায় খেতে পাইনি, একই ঘরে বোনের সঙ্গে…’ প্রাক্তন স্ত্রীর কথায় তুলকালাম – এবেলা

এবেলা ডেস্কঃ

সম্প্রতি সংগীতশিল্পী কুমার শানুর ব্যক্তিগত জীবন ফের আলোচনার কেন্দ্রে। প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী কুনিকা সদানন্দের করা মন্তব্যের পর এবার বোমা ফাটালেন তাঁর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য। এক সাক্ষাৎকারে তিনি কুমার শানুর বিরুদ্ধে গর্ভাবস্থায় শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন, যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

রীতার দাবি, অন্তঃসত্ত্বা থাকাকালীন তাঁকে ও তাঁর পরিবারকে নানাভাবে নিয়ন্ত্রণ করা হত। বাড়ির বাইরে বেরোনো তো দূরের কথা, রান্নাঘরের তাকও তালাবদ্ধ করে রাখা হতো, যাতে তিনি নিজের ইচ্ছামতো রান্না করতে বা সহজে খাবার না পেতে পারেন। তাঁর অভিযোগ, সন্তানকে দুধ কিনে দিতে বারণ করা হয়েছিল দোকানদারকেও। নিত্য খরচের জন্য হাতে মাত্র ১০০ টাকা দেওয়া হত বলেও জানান তিনি।

এখানেই শেষ নয়, রীতা ভট্টাচার্য আরও জানান যে কুমার শানুর বোন তাঁর স্বামী ও সন্তানকে ছেড়ে তাঁদের সঙ্গে থাকতে চলে এসেছিলেন। তাঁর অভিযোগ, শানু তাঁর বোনের সঙ্গে এক ঘরে ঘুমোতেন, আর রীতাকে থাকতে হতো সন্তানদের সঙ্গে অন্য ঘরে। ভাই-বোন মিলে তাঁকে নির্যাতন করত বলেও দাবি করেন তিনি।

রীতার কথায়, ‘আশিকি’ ছবির পর কুমার শানুর ক্যারিয়ার যখন তুঙ্গে, তখন থেকেই তাঁর এবং পরিবারের আচরণ বদলে যেতে শুরু করে। সেই সময় থেকে তাঁকে অপমানিত হতে হয়েছে এবং স্বাভাবিক পারিবারিক জীবন থেকে বঞ্চিত করা হয়েছে।

কলকাতায় পরিচয় হওয়ার পর ১৯৮০-এর দশকের শেষ দিকে তাঁদের বিয়ে হয়। কিন্তু বিয়ের পরই কুমার শানুর এক অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে, যা তাঁদের সম্পর্কের ভাঙনের কারণ হয় বলে রীতার অভিযোগ।

এই বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই তুমুল চর্চা শুরু হয়েছে। তবে এ বিষয়ে কুমার শানু বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *