‘গুলি চলেছে, এত টাকা রোজগার করেছেন!’ কপিলের ক্যাফেতে হামলার ঘটনায় যা বললেন অক্ষয় – এবেলা

এবেলা ডেস্কঃ
দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এর নতুন সিজনের শেষ পর্বে অতিথি হয়ে এসেছিলেন বলিউড তারকা অক্ষয় কুমার। কপিল শর্মার সঙ্গে তাঁর মজাদার কথোপকথন পর্বটিকে আরও প্রাণবন্ত করে তোলে। আর সেই হাসির আবহের মধ্যেই উঠে এল কানাডায় কপিলের ক্যাফেতে হামলার প্রসঙ্গ। মজার ছলেই কপিলের বিপুল রোজগারের দিকে ইঙ্গিত করে অক্ষয় এমন কথা বললেন যা শুনে হেসে ফেলেন উপস্থিত সবাই।
মঞ্চে দাঁড়িয়ে অক্ষয় বলেন, “কপিলের এখন তিনটি সিজন নেটফ্লিক্সে। আগে সোনি ও কালার্সেও ছিল। এখন দু’টি সিনেমাও করছেন। পাশাপাশি নিজের রেস্তরাঁও খুলেছেন। সেখানে এত পয়সা রোজগার করেছেন যে গুলি পর্যন্ত চলছে।” এমন কথা বলেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হেসে ওঠেন অক্ষয়। পাশে দাঁড়িয়ে কপিলও হাসিমুখে শুধু প্রসঙ্গটি এড়িয়ে যান।
জানা যায়, সম্প্রতি কানাডায় দ্বিতীয়বার কপিলের ক্যাফেতে গুলি চালানো হয়। এই হামলার নেপথ্যে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাত রয়েছে বলে অভিযোগ। বলা হয়, কপিল তাঁর শোতে সালমান খানকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন বলেই লরেন্সের দলের রোষের শিকার হন। এই হামলার পর একটি অডিও রেকর্ডিংও ফাঁস হয়, যেখানে লরেন্স বিষ্ণোইয়ের দলের সদস্য হ্যারি বক্সার নিজেকে পরিচয় দিয়ে দাবি করে যে, সালমান খানের সঙ্গে যারা কাজ করবে, তাদের কাউকেই রেহাই দেওয়া হবে না। হ্যারি এই হুমকি দেওয়ার পর কপিলকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়, কিন্তু তিনি জানান যে তিনি এই ধরনের কোনো হুমকি পাননি। এরপর কপিলকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়েছে।
এদিকে, কপিলের শো আরও একটি নতুন বিতর্কে জড়িয়েছে। ‘হেরা ফেরি’ ছবির প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা নেটফ্লিক্স ও শোয়ের নির্মাতাদের বিরুদ্ধে ২৫ কোটি টাকার আইনি নোটিস পাঠিয়েছেন। একটি প্রোমোতে কিকু শারদাকে ‘হেরা ফেরি’র জনপ্রিয় চরিত্র ‘বাবু রাও’ হিসেবে দেখা যাওয়ার পর এই নোটিস পাঠানো হয়। ফিরোজ দাবি করেন, অনুমতি ছাড়া চরিত্রটি ব্যবহার করা হয়েছে। তিনি অবিলম্বে প্রোমোটি সামাজিক মাধ্যম ও অন্য প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার পাশাপাশি লিখিত ক্ষমা ও অঙ্গীকারনামা চেয়েছেন।