অ্যামাজন সেলে ল্যাপটপ কেনার সেরা সুযোগ হাতছাড়া করবেন না – এবেলা

এবেলা ডেস্কঃ

অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ আসন্ন। ভারতের সবচেয়ে বড় অনলাইন শপিং ফেস্টিভ্যাল, অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ২০২৫ শুরু হচ্ছে আগামী ২৩ সেপ্টেম্বর। টেকপ্রেমীদের জন্য, বিশেষ করে যারা নতুন ল্যাপটপ কেনার পরিকল্পনা করছেন, এটি এক দারুণ সুযোগ। এইচপি, ডেল, আসুস, লেনোভো, এসারের মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডের ল্যাপটপে অবিশ্বাস্য ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। সাধারণ ক্রেতাদের জন্য সেল শুরু হলেও, প্রাইম সদস্যরা ২৪ ঘণ্টা আগেই এই আকর্ষণীয় ডিলের সুবিধা উপভোগ করতে পারবেন। তাই পছন্দের ল্যাপটপটি বুক করার জন্য প্রস্তুত থাকুন।

এই সেলে ছাত্র, পেশাদার ও গেমার সবার জন্য ভিন্ন ভিন্ন মডেলের ল্যাপটপ পাওয়া যাবে। এইচপি-র ওমনিবুক ও ভিকটাস সিরিজ, ডেল-এর এক্সপিএস ও অ্যালিয়েনওয়্যার, আসুস-এর জেনবুক ও আরওজি, লেনোভো-র আইডিয়া প্যাড ও লিজিয়ন এবং এসার ও এমএসআই-এর গেমিং ল্যাপটপে থাকছে বিশাল ছাড়। নিত্যদিনের কাজ থেকে শুরু করে হাই-পারফরম্যান্স গেমিং—সব ধরনের ল্যাপটপই থাকছে এই সেলের আওতায়। অ্যামাজন দাবি করছে, এই ডিসকাউন্টগুলো সারা বছর আর পাওয়া যাবে না। তাই ল্যাপটপ কেনার পরিকল্পনা থাকলে এই উৎসবের মরসুমই সেরা সময়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *