এবার কলকাতার পুজোয় হারিয়ে যাওয়ার ভয় নেই, কী অসাধারণ ব্যবস্থা নিল পুলিশ – এবেলা

এবেলা ডেস্কঃ
মহালয়ার পর থেকেই শহরে শুরু হয়ে গিয়েছে উৎসবের আমেজ। এরই মধ্যে কলকাতা পুলিশ পুজোয় দর্শনার্থীদের সুবিধার জন্য একাধিক নতুন উদ্যোগ নিয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ‘পুজো বন্ধু’ অ্যাপের উদ্বোধন। এই অ্যাপের সাহায্যে দর্শনার্থীরা কলকাতার পুজো মণ্ডপগুলোতে যাওয়ার জন্য রুট ম্যাপ ও পার্কিং-এর সঠিক তথ্য পাবেন। অ্যাপটি প্লে-স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে। এতে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের ২৫০টি গুরুত্বপূর্ণ পুজো মণ্ডপের ঠিকানা ও রুট ম্যাপ বিস্তারিতভাবে দেওয়া আছে। এর ফলে পুজো দেখতে বেরোনো সাধারণ মানুষের ভ্রমণ অনেকটাই সহজ ও মসৃণ হবে।
‘পুজো বন্ধু’ অ্যাপের পাশাপাশি কলকাতা পুলিশ সাইবার সুরক্ষার উপর জোর দিয়ে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে। সাইবার অপরাধ থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখার জন্য ১৮টি ‘সাইবার কিয়স্ক’ তৈরি করা হয়েছে, যেখানে সাইবার সুরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। এছাড়াও, ছোট শিশুদের জন্য বিশেষ আইডি কার্ড ও সচেতনতামূলক লিফলেট প্রকাশ করা হয়েছে। শহরের ট্র্যাফিক ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ থিম সং এবং একটি ট্র্যাফিক রিভিউ বুলেটিন বুকও প্রকাশ করেছে পুলিশ। এই সমস্ত উদ্যোগ পুজোর সময় শহরে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করবে বলে আশা করা যায়।