আচমকাই সস্তা হল এই ২০টি পণ্য, কী এমন ঘটল যে দাম কমল ম্যাগির, চ্যবনপ্রাশেরও? – এবেলা
September 24, 2025

এবেলা ডেস্কঃ
জিএসটি ২.০ নীতি আজ থেকে দেশজুড়ে কার্যকর হয়েছে, যার ফলে সাধারণ মানুষের জন্য সুখবর। এই নতুন নীতির কারণে এক ধাক্কায় একাধিক নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমেছে। বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের পণ্য, যেমন ডাবর চ্যবনপ্রাশ, ম্যাগি, হরলিক্স, এবং নেস ক্যাফের মতো জিনিসপত্র এখন অনেক কম দামে পাওয়া যাচ্ছে।
ডাবর চ্যবনপ্রাশের দাম কমেছে ৩৫ টাকা, ম্যাগির দাম কমেছে ৪ টাকা। অন্যান্য পণ্যের মধ্যে আমূল ঘি এবং পনির, সানফিস্ট বিস্কুট, নিউটেলা, ভিক্স ইনহেলার, স্যাভলন এবং কিছু সাবানের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। নয়া নীতির এই প্রভাব সরাসরি ক্রেতাদের সুবিধা দেবে, যার ফলে দৈনন্দিন খরচের বোঝা কিছুটা হলেও লাঘব হবে।