মার্দানি ৩-এর পোস্টার এল, রানি কি এবারও সব সীমা ছাড়িয়ে যাবেন – এবেলা

এবেলা ডেস্কঃ

রানি মুখার্জি তার বহুল প্রতীক্ষিত ‘মার্দানি ৩’ দিয়ে ফিরছেন, যেখানে তিনি আবারও দুর্ধর্ষ পুলিশ অফিসার শিবানী শিবাজী রায়ের চরিত্রে অভিনয় করবেন। নবরাত্রির শুভ সূচনায় যশ রাজ ফিল্মস জনপ্রিয় এই মহিলা-কেন্দ্রিক পুলিশ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির নতুন পোস্টার প্রকাশ করেছে। পোস্টারটিতে রানিকে একটি রিভলভার হাতে দিল্লির পুলিশের ব্যারিকেডের সামনে দেখা যাচ্ছে, যা ইঙ্গিত দিচ্ছে ভালো ও মন্দের এক চরম লড়াইয়ের। নির্মাতারা জানিয়েছেন, এই ছবিতে শিবানীকে একটি ‘নিষ্ঠুর মামলা’-র মুখোমুখি হতে হবে, যা তার সাহস ও সংকল্পকে চূড়ান্ত পরীক্ষা করবে।

এই ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। ২০১৪ ও ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম দুটি ছবির সাফল্যের পর থেকেই তারা অধীর আগ্রহে সিক্যুয়েলের জন্য অপেক্ষা করছিলেন। এই সিরিজটি তার কঠিন আখ্যান এবং ভারতীয় সিনেমার প্রথম মহিলা পুলিশ-নেতৃত্বাধীন ফ্র্যাঞ্চাইজি হিসাবে পরিচিত। মার্দানি ৩-এর নির্মাতারা জানিয়েছেন, এই পর্বটি আগের চেয়েও বেশি অন্ধকার ও কঠিন হবে। ছবিটি ২৬ ফেব্রুয়ারি, ২০২৬-এ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *