জিএসটি নিয়ে কেন মোদি সরকারের উপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা? পুজোমঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যের কোষাগার থেকে নেওয়া জিএসটির টাকা কেন্দ্রের দখলে। নতুন জিএসটি কার্যকর হওয়ার পর ফের কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ খিদিরপুরের একটি পুজো উদ্বোধনে গিয়ে তিনি বলেন, প্রথম থেকেই তিনি ইনসুরেন্স থেকে জিএসটি প্রত্যাহারের দাবি করেছিলেন। অথচ কেন্দ্র এই জিএসটির কৃতিত্ব নিচ্ছে। তিনি দাবি করেন, এর ফলে রাজ্যের ২০ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হবে এবং কেন্দ্র এর কোনো ক্ষতিপূরণ দিচ্ছে না।
মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, ১০০ দিনের কাজ, আবাস যোজনা, রাস্তা ও জলস্বপ্ন সহ বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। এর মধ্যে নতুন জিএসটির কারণে রাজ্যের আরও ২০ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে। তিনি স্পষ্ট জানান, এই জিএসটি প্রকৃতপক্ষে রাজ্যের অর্থ থেকেই কাটা হয়েছে, কিন্তু কেন্দ্র এর কৃতিত্ব নিচ্ছে। তবে মানুষের সুবিধা হওয়ায় তিনি খুশি, এই কথাও তিনি বলেন।