পবিত্র দিনে গঙ্গার ঘাটে মর্মান্তিক ঘটনা, বাবা-মায়ের সামনেই তলিয়ে গেল মেধাবী যুবক – এবেলা

এবেলা ডেস্কঃ
দেবীপক্ষের শুরুতেই মর্মান্তিক ঘটনা ঘটল নদীয়ার কল্যাণীতে। বাবা-মায়ের সঙ্গে গঙ্গাস্নান করতে গিয়ে স্রোতের টানে ভেসে গেলেন মেধাবী যুবক প্রবাহ পাল। সোমবার সকালে চাকদহ থানার গঙ্গার ঘাটে এই ঘটনাটি ঘটে। ২৫ বছর বয়সী প্রবাহ হরিণঘাটার বিরহী হাঁটপাড়ার বাসিন্দা। সকালে নদীতে জলের স্রোত বেশি থাকায় তিনি টাল সামলাতে পারেননি। চোখের সামনে ছেলেকে তলিয়ে যেতে দেখে আতঙ্কিত বাবা-মা চিৎকার করতে থাকেন। স্থানীয়রা ছুটে এলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। শুরু হয় তল্লাশি অভিযান এবং নামানো হয় ডুবুরি। কিন্তু দুপুর পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। এই ঘটনায় পরিবার থেকে শুরু করে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাহ পড়াশোনায় অত্যন্ত ভালো ছিলেন এবং স্কুলের টপার ছিলেন। তার বাবা একজন প্রাক্তন শিক্ষক।