বোমা ফাটালো বম্বে হাইকোর্ট, মারাঠা সংরক্ষণ বিতর্ক থেকে কেন সরে দাঁড়ালেন বিচারকরা – এবেলা

এবেলা ডেস্কঃ
মহারাষ্ট্রে মারাঠা সম্প্রদায়ের কুণ্বী জাতি শংসাপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে করা মামলা থেকে সরে দাঁড়াল বম্বে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ। এই সিদ্ধান্তের ফলে মারাঠা সম্প্রদায়ের সদস্যরা সংরক্ষিত সুবিধা ভোগ করতে পারতেন। বিচারপতি রেবতি মোহিতে দেরে এবং বিচারপতি সন্দেশ পাতিলের সমন্বয়ে গঠিত এই বেঞ্চ পাঁচটি পৃথক পিটিশনের শুনানি করার কথা ছিল, যা বিভিন্ন ব্যক্তি ও সংস্থা দায়ের করেছিল। পিটিশনকারীরা যুক্তি দিয়েছিলেন, মারাঠাদের কুণ্বী শংসাপত্র প্রদান করা হলে, তাদের কার্যত ওবিসি শ্রেণির অন্তর্ভুক্ত করা হবে, যা বিদ্যমান সংরক্ষিত সম্প্রদায়ের অধিকারকে প্রভাবিত করতে পারে।
শুনানির সময়, বিচারপতি পাতিল হঠাৎই এই মামলা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেন, যদিও এর কোনো নির্দিষ্ট কারণ তিনি জানাননি। এই আকস্মিক পদক্ষেপে মামলার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। এখন এই মামলাটি প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর ও বিচারপতি গৌতম অনখানের নেতৃত্বে একটি নতুন বেঞ্চে স্থানান্তরিত হবে। পিটিশনকারীদের মধ্যে রয়েছে কুণ্বী সেনা, মহারাষ্ট্র মালি সমাজ মহাসংঘ এবং আহির সুভর্ণকার সমাজ সংস্থার মতো সংগঠন, যারা সরকারের এই সিদ্ধান্তকে সংবিধানবিরোধী বলে দাবি করেছে এবং তা বাতিলের আবেদন জানিয়েছে।