সীমান্তে মধ্যরাতে কেন বোমা হামলা চলল, পাকিস্তানে কি ফের গণমৃত্যু – এবেলা

এবেলা ডেস্কঃ
পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশে গভীর রাতে বোমা হামলায় কেঁপে উঠল একটি গ্রাম। জানা গেছে, পাকিস্তানি বায়ুসেনার যুদ্ধবিমান থেকে চালানো এই হামলায় শিশু ও মহিলা-সহ ৩০ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। মধ্যরাতে যখন গ্রামবাসীরা ঘুমে আচ্ছন্ন, তখনই তাদের ওপর নেমে আসে ভয়াবহ হামলা। বহু বাড়িঘর ভেঙে পড়েছে এবং আহত হয়েছেন বহু মানুষ। স্থানীয়রা এই হামলার জন্য সেনাবাহিনীকে দায়ী করলেও, পাকিস্তান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।
পাকিস্তান সরকারের দাবি, সন্ত্রাসবাদীদের লুকানো একটি বিস্ফোরকের বড় ভাণ্ডার আচমকা ফেটে গিয়েছে, যার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তবে স্থানীয় ও গোয়েন্দা সূত্র বলছে, চীনা জেএফ-১৭ থান্ডার জেট ব্যবহার করে আটটি বোমা ফেলা হয়েছে। এই ধরনের হামলা এর আগেও ওই প্রদেশে হয়েছে, যার ফলস্বরূপ বহু নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের আটকে থাকার সম্ভাবনা রয়েছে, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।