পাকিস্তানি বোলারদের ঘুম কেড়েছিল যে জুটি, মাঠে কী কথা হয় গিল-অভিষেকের – এবেলা

এবেলা ডেস্কঃ
পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে সুপার ফোর-এ ভারত, এই জয়ের নেপথ্যে নায়ক কারা? মাত্র ৫৯ বলে ১০৫ রানের ওপেনিং পার্টনারশিপ গড়ে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ভিত গড়ে দেন অভিষেক শর্মা ও শুভমন গিল। তাদের এই আগ্রাসী ব্যাটিংয়েই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। তবে এই অবিশ্বাস্য বোঝাপড়ার রহস্য কী? ম্যাচের পর অধিনায়ক সূর্যকুমার যাদবের এক প্রশ্নের জবাবে সেই গোপন কথা ফাঁস করলেন ম্যান অব দ্য ম্যাচ অভিষেক শর্মা।
ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, অধিনায়ক সূর্যকুমার যাদব অভিষেককে জিজ্ঞেস করছেন কীভাবে তাদের মধ্যে এত ভালো বোঝাপড়া? জবাবে অভিষেক জানান, তাদের বন্ধুত্ব অনেক পুরনো। অনূর্ধ্ব-১২ পর্যায় থেকে তারা একসঙ্গে খেলেন। তিনি বলেন, “আমরা দু’জন দু’জনকে খুব ভালো চিনি। আমি জানি ও কখন শট মারবে, ও জানে আমি কখন শট মারতে পারি। চোখের ইশারাতেই আমাদের কথা হয়ে যায়।” তাদের এই যুগলবন্দীই যে ভারত-পাকিস্তান ম্যাচে একপেশে জয় এনে দিয়েছে, তা স্বীকার করেছেন সূর্যকুমারও।