ভিড়ের মধ্যে অস্ত্র দেখিয়ে ডাকাতি! পুজোর মুখে তমলুকের সোনার দোকানে শোরগোল – এবেলা

এবেলা ডেস্কঃ

পুজোর মরসুমের ব্যস্ত দিনেও রেহাই পেল না গয়নার দোকান। পূর্ব মেদিনীপুরের তমলুকে বন্দুক উঁচিয়ে কয়েক লক্ষ টাকার সোনা ও নগদ লুঠ করে চম্পট দিল ডাকাতদল। সোমবার সকালে তমলুকের মিলননগরে একটি গয়নার দোকানে হঠাৎ ঢুকে পড়ে মুখোশ পরা তিন দুষ্কৃতী। তারা দোকানের মালিক ও কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে লকার থেকে সোনার গয়না এবং নগদ টাকা লুঠ করে নেয়। এরপর কর্মচারীদের হাত-পা বেঁধে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। এ ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

দোকানের মালিক জানিয়েছেন, লুঠ হওয়া সোনার গয়নার আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকার বেশি। ডাকাতির খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় তমলুক থানার পুলিশ। তমলুকের এসডিপিও আফজল আব্রা জানান, স্কুটারে করে এসে ডাকাতি করা হয়েছে বলে অভিযোগ মিলেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এখনও পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের খোঁজে জোরদার তল্লাশি চালানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *