ভয়ের মুখে কলকাতা শহরের পুজোর নিরাপত্তা! বড় চিন্তা বাড়াচ্ছে পুলিশ প্রশাসনের – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা জুড়ে পর পর গুলি চলার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে, যা উৎসবের মরসুমে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে। অবৈধ অস্ত্রের অবাধ পাচার এবং তার জেরে ঘটে চলা অপরাধের ঘটনা সামনে আসায় উদ্বেগ প্রকাশ করেছেন খোদ কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তবে তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করে জানিয়েছেন, পুলিশ প্রশাসন এই সমস্যা মোকাবিলায় তৎপর রয়েছে।
সম্প্রতি শহরের বিভিন্ন এলাকা থেকে অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে এবং পাচারকারীদের গ্রেফতারও করা হয়েছে। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) এবং ডিটেকটিভ বিভাগের একাধিক দল এই চক্রের সন্ধানে সক্রিয় রয়েছে। কমিশনারের মতে, এই বছর অস্ত্র পাচারের সঙ্গে জড়িত অনেক বেশি সংখ্যক অপরাধীকে ধরা সম্ভব হয়েছে। তা সত্ত্বেও, মহালয়ার দিনে চারু মার্কেটে প্রকাশ্যে গুলি চলার মতো ঘটনা প্রমাণ করে, অপরাধীদের দৌরাত্ম্য এখনো পুরোপুরি থামানো যায়নি। এই উদ্বেগজনক পরিস্থিতিতে পুজোর দিনগুলোতে শহরের প্রতিটি কোণে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল এবং সদস্য সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন সিপি।