বিমানবন্দরে আগ্নেয়াস্ত্র-সহ ধরা পড়লেন তৃণমূল কাউন্সিলর! তারপর কী হলো, প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা বিমানবন্দরে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ-সহ গ্রেফতার হন দক্ষিণ ২৪ পরগনার পূজালী পুরসভার তৃণমূল কাউন্সিলর আমিরুল ইসলাম। সোমবার এই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, কলকাতা বিমানবন্দরে সিআইএসএফ তাঁকে গ্রেফতার করে। এরপর নিয়ম মেনে তাঁকে বিমানবন্দর পুলিশের হাতে তুলে দেওয়া হলেও পরে নাকি রহস্যজনকভাবে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু।
শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে এই অভিযোগ জানিয়ে প্রশ্ন তুলেছেন, কেন প্রশাসন এই ধরনের গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে ছেড়ে দিল? তাঁর অভিযোগ, রাজ্য প্রশাসনের প্রশ্রয়েই তৃণমূল নেতারা আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। বিরোধী দলনেতা ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের কাছে রিপোর্ট তলবের অনুরোধ জানিয়েছেন। একইসঙ্গে তিনি সিআইএসএফকে গ্রেফতারের ফুটেজ প্রকাশ করার আবেদনও জানিয়েছেন। এই ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে।
Yet another TMC leader caught red-handed, but allowed to go scot free by the Mamata Police !!!
Amirul Islam; TMC Councilor of Ward No 14; Pujali Municipality; South 24 Parganas district, was arrested at the Kolkata Airport with illegal firearms and cartridges, by the CISF… pic.twitter.com/25QLMFtByV
— Suvendu Adhikari (@SuvenduWB) September 22, 2025