বিহার নির্বাচনে মহাজোটে ভাঙন? আসন রফা নিয়ে আরজেডি-কংগ্রেসের মধ্যে ধুন্ধুমার লড়াই! – এবেলা

এবেলা ডেস্কঃ
বিহার বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, মহাজোটের অন্দরে ততই বাড়ছে উত্তাপ। আসন্ন নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে আরজেডি এবং কংগ্রেসের মধ্যে প্রকাশ্যে মতবিরোধ দেখা দিয়েছে। আরজেডি নেতা তেজস্বী যাদব স্পষ্ট জানিয়েছেন, আসন বন্টন হবে কেবল জেতার সম্ভাবনার উপর ভিত্তি করে, যা কংগ্রেসের জন্য দুশ্চিন্তার কারণ। গত নির্বাচনে ৭০টি আসনে লড়ে কংগ্রেসের জয় এসেছিল মাত্র ১৯টিতে, যা আরজেডির আক্রমণের মূল হাতিয়ার। এর ফলে এবার কংগ্রেসকে আগের চেয়েও কম আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হতে পারে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, কংগ্রেস এই যুক্তি মানতে নারাজ। তাদের দাবি, গত নির্বাচনে সামান্য ব্যবধানে হেরে যাওয়া আসনগুলিতে এবার জয় নিশ্চিত। রাহুল গান্ধীর সাম্প্রতিক ‘ভোটার অধিকার যাত্রা’ কর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি করেছে, যা এবারের নির্বাচনে ফলাফল পাল্টে দেবে বলে বিশ্বাস তাদের। তবে, মহাজোটে নতুন শরিকদের আগমন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মুকেশ সাহানির ভিআইপি পার্টি-সহ আরও কয়েকটি দলকেও আসন ছাড়তে ইচ্ছুক আরজেডি, যা কংগ্রেসের আসন সংখ্যা আরও কমিয়ে দিতে পারে। এই পরিস্থিতিতে দুই দলের মধ্যেকার এই টানাপোড়েন নির্বাচনের আগে জোটের ঐক্যের আসল পরীক্ষা হতে চলেছে।