জুবিনের মৃত্যুতে থমকে গেল আসাম কেন এত কাঁদছে গোটা জাতি? – এবেলা

এবেলা ডেস্কঃ

জুবিন গর্গের অকালপ্রয়াণে শোকস্তব্ধ গোটা আসাম। মাত্র ৫২ বছর বয়সে চলে গেলেন এই জনপ্রিয় শিল্পী, যিনি শুধুমাত্র একজন গায়ক ছিলেন না, বরং এক সাংস্কৃতিক প্রতিচ্ছবি হয়ে উঠেছিলেন। তাঁর কফিনবন্দী দেহ যখন আসামে পৌঁছল, তখন যেন জনসমুদ্র উপচে পড়ল। স্কুল-কলেজ, দোকান-বাজার সব বন্ধ হয়ে যায়, যেন এক স্বতঃস্ফূর্ত ধর্মঘটে নেমেছিল গোটা রাজ্য। এই দৃশ্য বলে দেয়, জুবিন শুধু গানের শিল্পী ছিলেন না, তিনি ছিলেন আসামের আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ।

তাঁর প্রয়াণে যে শোকের ঢেউ উঠেছে, তা শুধু একজন তারকার জন্য নয়, বরং এক পরমাত্মীয়ের বিদায়ে। জুবিনের গান আসামিয়াদের জীবনের প্রতিটি মুহূর্তে মিশে ছিল—প্রতিবাদ থেকে প্রেম, ঐতিহ্য থেকে আধুনিকতা, সবকিছুরই প্রতিধ্বনি ছিল তাঁর সুরে। এমন একজন শিল্পী যাঁর গান শুনে মনে হতো তিনি শুধু গাইছেন না, তিনি মানুষের সাথে বেঁচেছেন। আসামের মানুষের এই শোকে স্পষ্ট, জুবিনের গান এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বয়ে চলবে, যেমন বয়ে চলে নদী। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে তিনি যেন অমরত্ব লাভ করলেন, আর প্রমাণ করে গেলেন যে গান বাড়ে, তার মৃত্যু নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *