পাক বোলারকে যা বললেন শুভমান গিল! ভারত-পাক ম্যাচে কথার লড়াইয়ের পর তুমুল উত্তেজনা – এবেলা

এবেলা ডেস্কঃ
ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে মাঠের উত্তাপ সব সময়ই তুঙ্গে থাকে। সাম্প্রতিক এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচেও তার ব্যতিক্রম হলো না। ভারতীয় ব্যাটার শুভমান গিল এবং অভিষেক শর্মা যখন ব্যাট হাতে পাকিস্তানকে শাসন করছেন, তখন মেজাজ হারান পাকিস্তানি বোলাররা। শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফ ভারতীয় ব্যাটারদের সঙ্গে অপ্রীতিকর বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। এই পরিস্থিতিতে, গিল ও অভিষেক পাল্টা জবাবে ব্যাট হাতে রানের পাহাড় গড়ে তোলেন। শুভমান গিল আফ্রিদিকে উদ্দেশ্য করে বলেন, “যা, বল নিয়ে আয়”। পরে অভিষেক শর্মাও হ্যারিস রউফের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এই ঘটনার ভিডিও নেটদুনিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে।
ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অভিষেক শর্মা জানান যে পাকিস্তানি বোলাররা বিনা কারণে কথা বলছিল, যা তাদের একেবারেই ভালো লাগেনি। তিনি বলেন, এর একমাত্র জবাব ছিল ব্যাট হাতে রান করা। অতিরিক্ত কোনো কথা না বলে তারা রানের মাধ্যমেই জবাব দিয়েছেন। এদিকে, হ্যারিস রউফের একটি ইশারা, যেখানে তিনি উড়ন্ত বিমান ভূপাতিত হওয়ার ইঙ্গিত দেন, তা নিয়েও সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা শুরু হয়েছে। নেটিজেনরা রউফের আচরণকে ‘ক্ষমার অযোগ্য’ বলে দাবি তুলেছেন। এই ঘটনা প্রমাণ করে যে কথার লড়াইয়ে পাকিস্তানকে তাতিয়ে দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে।