লালু প্রসাদের পরিবারে ফের ভাঙন ভোটের মুখে RJD-তে এবার মেয়ে রোহিণীর বিদ্রোহ – এবেলা

এবেলা ডেস্কঃ

বিহারের রাজনীতিতে আবারও তোলপাড়। আসন্ন লোকসভা নির্বাচনের আগে আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের পরিবারে ফের ভাঙন দেখা দিয়েছে। বড় ছেলে তেজ প্রতাপ যাদবের পর এবার মেয়ে রোহিণী আচার্য দলের বিরুদ্ধে মুখ খুলেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরে এই বিতর্কের সূত্রপাত। দলে তেজস্বী যাদবের সহকারী সঞ্জয় যাদবের গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় ক্ষুব্ধ রোহিণী, যা নিয়ে তিনি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি সামাল দিতে রোহিণী বিধানসভার টিকিটের প্রয়োজন নেই বলে পোস্ট করলেও, তাদের পারিবারিক দ্বন্দ্ব রাজনৈতিক মহলে গভীর প্রশ্নের জন্ম দিয়েছে।

লালু প্রসাদ যাদব এবং তাঁর পরিবারের এই কোন্দল আরজেডি-র অন্দরে অস্থিরতা বাড়াচ্ছে। যদিও দলের একাংশ এই ঘটনাকে সাময়িক মনোমালিন্য বলে দাবি করছে, তবে এই অভ্যন্তরীণ সংঘাত আরজেডি কর্মী ও সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। এক বছরের মধ্যে একই পরিবারের দুই সদস্যের বিদ্রোহ দলের শীর্ষ নেতৃত্বের উপর চাপ সৃষ্টি করেছে। এই বিষয়ে এখনও পর্যন্ত লালু প্রসাদ যাদব বা তেজস্বী যাদব কেউ কোনো মন্তব্য করেননি, যা এই ঘটনার গুরুত্ব আরও বাড়িয়ে তুলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *