হারিয়ে মন খারাপ! দুর্গাপুজোর আগে বড় খবর দিলেন অয়ন মুখার্জি, কী কারণে বিষণ্ণ তিনি – এবেলা

এবেলা ডেস্কঃ
পুজো প্রায় দোরগোড়ায়। আর বাঙালির পুজো মানেই তার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জুড়ে থাকে মুম্বাইয়ের মুখার্জি বাড়ির পুজো। এটি রানীর বাড়ির পুজো নামে পরিচিত হলেও, এর মূল প্রাণপুরুষ ছিলেন দেব মুখোপাধ্যায়। গত বছর তিনি না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। আর তাই এ বছর মুম্বাইয়ের এই ঐতিহ্যবাহী দুর্গাপূজায় দেবের অনুপস্থিতি মন ভারাক্রান্ত করে তুলেছে তাঁর ছেলে অয়ন মুখার্জিকে। এক সাংবাদিক সম্মেলনে বাবার চলে যাওয়া নিয়ে স্পর্শকাতর হয়ে তিনি বলেছেন, “এবছরটা একেবারে অন্যরকম। কারণ, আমাদের ভুলে গেলে চলবে না যে বাবা নেই। তাই এবছর মা-কে নিয়ে আসা একেবারেই আলাদা। আমরা সকলেই মন থেকে বিষণ্ণ।”
অয়ন আরও জানান যে গত ১০-১৫ বছর ধরে তাঁর বাবা একা হাতেই সব পুজোর আয়োজন করতেন। এই বিষয়ে তাঁর প্যাশন ছিল চোখে পড়ার মতো। তবে, এবার তিনি বাবার দেখানো পথেই হাঁটছেন। অয়ন জানিয়েছেন, বাবার দায়িত্ব এখন তাঁর কাঁধে। তাই তিনি নিজে সবকিছু তদারকি করছেন। সাংবাদিক বৈঠকে আসার আগেও তিনি পুজোর আয়োজন দেখতে গিয়েছিলেন। শুধু অয়নই নন, মুখার্জি পরিবারের অনেকেই এবার দেবকে মিস করবেন বলে পরিষ্কারভাবে জানিয়েছেন।