তিরানব্বইয়ের খাইবার পাখতুনখোয়ায় বিমান হামলায় ঘুমন্ত গ্রামবাসীর করুণ পরিণতি, নেপথ্যে পাক সেনা – এবেলা

এবেলা ডেস্কঃ
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিরাহ উপত্যকায় ভয়ঙ্কর বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। রাত আড়াইটা নাগাদ পাকিস্তানি সেনাবাহিনীর JF-17 ফাইটার জেট থেকে এই হামলা চালানো হয়। একাধিক LS-6 বোমা নিক্ষেপ করে মুহূর্তে একটি গোটা গ্রাম প্রায় নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই হামলায় ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। পাকিস্তান সরকারের দাবি, এটি একটি “সন্ত্রাসবিরোধী অভিযান”, তবে মানবাধিকার সংস্থাগুলো এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে এক ভয়ংকর চিত্র। তারা জানান, রাতের অন্ধকারে হঠাৎ বোমার বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। এলোপাথাড়ি বোমাবর্ষণে গ্রামে ধ্বংসস্তূপ ও লাশের স্তূপ তৈরি হয়। এই ঘটনার পর পাকিস্তান সরকার কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। মানবাধিকার কমিশন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং সরকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছে। অতীতেও এই ধরনের ‘সন্ত্রাসবিরোধী অভিযান’-এর নামে সাধারণ নাগরিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে।