থমকে গেল তমলুক, ৫০ লক্ষ টাকার সোনার দোকানে ডাকাতি! সিনেমাকেও হার মানালো দুষ্কৃতীদের কৌশল – এবেলা

এবেলা ডেস্কঃ

মহালয়ার পরদিন, সোমবার সকালে চমকে উঠল তমলুক। মিলননগর বাজারের একটি সোনার দোকানে ফিল্মি কায়দায় ঘটে গেল এক দুঃসাহসিক ডাকাতি। ভরা বাজারে বন্দুক ঠেকিয়ে প্রায় ৫০ লক্ষ টাকার সোনা ও নগদ টাকা লুট করে নিয়ে চম্পট দিল তিন সশস্ত্র দুষ্কৃতী। অবাক করা বিষয়, পালানোর জন্য কোনো গাড়ি বা মোটরবাইক ব্যবহার না করে তারা অবলীলায় হেঁটেই এলাকা ছাড়ে, যা পুলিশের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। খবর পেয়েই তমলুক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টা নাগাদ পূর্ণ অধিকারীর সোনার দোকান খোলার পর পরই তিনজন দুষ্কৃতী ভেতরে ঢুকে পড়ে। একজন কর্মচারী মাথায় বন্দুক ঠেকিয়ে ধরে, আর বাকি দুজন ক্যাশ বাক্স ও গয়নার শো-কেস খালি করে নেয়। এরপর দোকানের কর্মচারীকে হাত-পা বেঁধে রেখে তারা নির্বিঘ্নে হেঁটে পালিয়ে যায়। এই ঘটনার পর এলাকার ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। দিনদুপুরে এত বড় ডাকাতির ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *