২৫ তলা থেকে রহস্যজনক পতন, আনন্দপুরের পর ট্যাংরাতেও কি আত্মঘাতী তরুণী? – এবেলা

এবেলা ডেস্কঃ

ফের শহরে বহুতল থেকে রহস্যজনক মৃত্যুর ঘটনা। দক্ষিণ কলকাতার আনন্দপুরের পর এবার ট্যাংরা। ২৫ তলার বহুতল থেকে পড়ে মৃত্যু হয়েছে ২৯ বছর বয়সী এক তরুণীর। ট্যাংরার ক্যানাল সাউথ রোডের একটি আবাসনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ নিরাপত্তারক্ষীরা বিরাট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান এবং তরুণীর দেহ উদ্ধার করেন। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে নিশ্চিত হয়েছে যে, তিনি নিজেই বহুতল থেকে ঝাঁপ দিয়েছেন।

পুলিশ সূত্রে খবর, মৃত তরুণী তাঁর পরিবারের সঙ্গেই ওই ফ্ল্যাটে থাকতেন এবং আগের রাতেও পরিবারের সঙ্গে একসঙ্গে খাওয়াদাওয়া করেছিলেন। তাঁর ঘর থেকে একটি আধখাওয়া মদের বোতল এবং কিছু ব্যক্তিগত সামগ্রী উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক চাপ থেকেই এই ধরনের পদক্ষেপ নিয়েছেন ওই তরুণী। এই ঘটনার পর ট্যাংরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং খুনের অভিযোগে মামলাও রুজু করেছে। এই ঘটনাটি আনন্দপুরের ঘটনার পুনরাবৃত্তি বলে মনে করছেন অনেকে, যেখানে এক গৃহবধূ মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছিলেন বলে অনুমান করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *