নতুন হারে জিএসটি চালু, দুর্গাপুজোর আগে মোদি দিলেন এক বড় বার্তা – এবেলা

এবেলা ডেস্কঃ

নবরাত্রির শুরুতে দেশকে ‘আত্মনির্ভরতার’ পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন হারে জিএসটি চালুর ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশ জুড়ে পালিত হচ্ছে ‘জিএসটি সঞ্চয় উৎসব’। গতকাল লালকেল্লায় স্বাধীনতা দিবসের বক্তৃতায় জিএসটি কমানোর যে ঘোষণা তিনি করেছিলেন, দীপাবলির উপহার হিসেবে এবার সেটাই বাস্তবে পরিণত হতে চলেছে। আসন্ন উৎসবের মরশুমে সাধারণ মানুষ, মহিলা ও ব্যবসায়ীরা এর সুফল পাবেন। ৯০ শতাংশ পণ্য ৫ শতাংশ জিএসটির আওতায় আনা হয়েছে, যার ফলে বেশিরভাগ হোটেল, স্কুটার, গাড়ি ও বাইকের দাম কমে যাবে এবং ঘোরাফেরা আরও সস্তা হবে।

এদিন প্রধানমন্ত্রী তাঁর ভাষণে জানান, দশকের পর দশক ধরে দেশের মানুষ বিভিন্ন ধরনের করের জালে জর্জরিত ছিল। পণ্য পরিবহণ খরচও ছিল অনেক বেশি। দেশের অগ্রগতির জন্য এই করের জট থেকে বের হওয়া জরুরি ছিল। সব রাজ্যকে একত্রিত করে জিএসটি বদলের মতো এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশীয় পণ্য উৎপাদন ও ব্যবহারে জোর দিয়ে তিনি বলেন, “বিদেশি পণ্যের জাল থেকে মুক্তি পেতে হবে।” তাঁর এই মন্তব্যের মাধ্যমেই তিনি দেশবাসীকে পরোক্ষে বিদেশি পণ্য বর্জনের ডাক দিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *