শারদীয়া উৎসবে মুখ্যমন্ত্রীর নতুন কীর্তি ‘দুর্গা অঙ্গন’ – এবেলা

এবেলা ডেস্কঃ

মহালয়ার শুভ দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুরে ১৭টি গানের অ্যালবাম ‘দুর্গা অঙ্গন’ প্রকাশিত হয়েছে। রবিবার নজরুল মঞ্চে ‘জাগো বাংলা’র এক অনুষ্ঠানে এই অ্যালবামের উদ্বোধন করেন তিনি। প্রতি বছরের মতো এবারও এই অনুষ্ঠানকে ঘিরে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরারোপিত গানগুলি পরিবেশন করেন ইন্দ্রনীল সেন, বাবুল সুপ্রিয়, নচিকেতা, মনোময় ভট্টাচার্য, ইমন চক্রবর্তী, রুপঙ্কর বাগচি-সহ একাধিক শিল্পী। এই গানগুলিতে বাংলার লড়াই, কৃষকের অধিকার ও বাংলা ভাষার প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগের কথা উঠে এসেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পুজো কমিটিগুলির জন্য বিভিন্ন সরকারি ছাড়ের ঘোষণা করেন এবং সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানান। তিনি বলেন, এখানে যে সকল শিল্পীরা এসেছেন, তারা বাংলার গর্ব। তিনি দর্শকদের গানগুলো মন দিয়ে শুনতে অনুরোধ করেন। একই মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বক্তব্য রাখেন। সব মিলিয়ে, উৎসবের আবহে মুখ্যমন্ত্রীর এই নতুন প্রয়াস বাংলার সংস্কৃতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *