জলপাইগুড়িতে চিতাবাঘের হামলায় কী এমন ঘটল যে সারা গ্রাম জুড়ে আতঙ্ক – এবেলা

এবেলা ডেস্কঃ
জলপাইগুড়ি শহরের কাছে চা বাগান সংলগ্ন একটি গ্রামে মহালয়ার ভোররাতে হঠাৎ হানা দেয় একটি চিতাবাঘ। এই ঘটনায় চারজন আহত হয়েছেন, যার মধ্যে একজন বৃদ্ধা গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, চিতাটি প্রথমে এক কিশোরের ওপর আক্রমণ করে। পরে মানুষের চিৎকারে সে সেখান থেকে পালিয়ে একটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং ভোররাতে শৌচকর্ম করতে যাওয়া এক বৃদ্ধার ওপর ঝাঁপিয়ে পড়ে।
চিৎকারের শব্দ শুনে বৃদ্ধার পরিবারের সদস্যরা ছুটে এলে চিতাবাঘটি তাদেরও আক্রমণ করে। মানুষের সম্মিলিত প্রতিরোধে শেষে চিতাটি চা বাগানের অন্ধকারে মিশে যায়। এই ঘটনার পর থেকেই গোটা গ্রামে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ দ্রুত চিতাবাঘ ধরার জন্য খাঁচা পাতার দাবি জানিয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, তবে গুরুতর আহত ওই বৃদ্ধা এখনও হাসপাতালে ভর্তি।