দুর্গাপূজা উদ্বোধন করতে গিয়ে হঠাৎই থিম নিয়ে প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ
মহালয়ার দিন শহরের বুকে একের পর এক পুজো মণ্ডপের উদ্বোধনে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে তিনি পৌঁছে যান সেলিমপুর পল্লী দুর্গাপূজা মণ্ডপে। ঐতিহ্যবাহী এই পূজার ৮৫তম বর্ষে তাদের থিম ‘প্রহরী’ দেখে মুগ্ধ হন তিনি। মণ্ডপে এসে প্রদীপ প্রজ্জ্বলন এবং প্রতিমার পায়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী এই থিমের বিশেষ প্রশংসা করেন। তিনি বলেন, বাংলার ক্লাবগুলো যেভাবে একসঙ্গে বসে ভাবনাচিন্তা করে এই ধরনের সুন্দর মণ্ডপ তৈরি করছে, তা সত্যিই প্রশংসার যোগ্য।
শুধুমাত্র সেলিমপুর নয়, মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি বর্ধমান জেলার ৩১টি পূজামণ্ডপের উদ্বোধন করেন। জানা গিয়েছে, এর মধ্যে পূর্ব বর্ধমানের ১৭টি এবং আসানসোলের ১৪টি পুজো রয়েছে। শনিবার কলকাতার একাধিক পুজো উদ্বোধনের পর মহালয়ার দিনে ভার্চুয়ালি জেলার পুজো মণ্ডপ উদ্বোধন করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। এছাড়া, তিনি বাংলার মানুষ ও মা-মাটি-মানুষের ভালো থাকার জন্য শুভকামনা জানান। বৃষ্টি উপেক্ষা করেই তিনি এই মণ্ডপ পরিদর্শন ও উদ্বোধনের কাজটি সম্পন্ন করেন, যা থেকে বোঝা যায় দুর্গাপূজা নিয়ে তিনি কতটা উৎসাহী।