পুজোয় ভাসবে বাংলা মহালয়ায় দুর্যোগের আশঙ্কা – এবেলা

এবেলা ডেস্কঃ
মহালয়ার আগেই আশঙ্কার কালো মেঘ। দেবীপক্ষে মাতৃরূপে উমার আগমন। এবার মায়ের আগমন হাতিতে, যার অর্থ সমৃদ্ধি। তবে আবহাওয়ার পূর্বাভাস বাঙালির মনে আশঙ্কার জন্ম দিয়েছে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পুজোয় অসুর রূপে বৃষ্টি আনন্দ মাটি করতে পারে বলেই মনে করছেন অনেকে। এক বছর পর মা দুর্গা তার সন্তানদের নিয়ে বাপের বাড়িতে আসবেন, কিন্তু এই আগমন বৃষ্টিতে বাধাগ্রস্ত হতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, ষষ্ঠীর দুদিন আগে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এর ফলে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে অষ্টমী, নবমী ও দশমীতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই বৃষ্টির কারণে বাঙালির পুজোয় আলোর রোশনাই কিছুটা হলেও ফিকে হতে পারে।