নার্সিংহোমের চরম অবহেলায় শিশুমৃত্যু, ব্যারাকপুরে ধুন্ধুমার কাণ্ড – এবেলা

এবেলা ডেস্কঃ
ব্যারাকপুরের একটি বেসরকারি নার্সিংহোমে বিনা চিকিৎসায় এক শিশুকন্যার মৃত্যুর অভিযোগ উঠেছে। নৈহাটির বাসিন্দা দীপঙ্কর দাসের দশ বছরের মেয়ে ঐশী দাস ঘরে রান্নার সময় অসাবধানতাবশত গরম তেল ছিটকে গুরুতর আহত হয়। দ্রুত তাকে কল্যাণীতে প্রাথমিক চিকিৎসার পর ব্যারাকপুরের ওই নার্সিংহোমে ভর্তি করা হয়। কিন্তু পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে ভর্তি করার পর থেকে কোনো চিকিৎসকই শিশুটিকে দেখতে আসেননি। বিনা চিকিৎসাতেই তাকে ফেলে রাখা হয় এবং শনিবার সকালে নার্স নাকে নল পরানোর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে নার্সিংহোমে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরিবারের লোকজন চিকিৎসকদের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করলে হাসপাতালের কর্মীরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। তাদের ধাক্কা দিয়ে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয় বলেও জানা যায়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং শিশুটির পরিবারকে লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দেয়। এই ঘটনা ঘিরে স্থানীয়দের মধ্যেও তীব্র ক্ষোভ ছড়িয়েছে এবং সকলে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে সুবিচার দাবি করেছে।