মঞ্চে মোহনলাল ‘দাদাসাহেব ফালকে’, নেপথ্যে কি ভোট-রাজনীতি? – এবেলা

এবেলা ডেস্কঃ
ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পেতে চলেছেন দক্ষিণী সুপারস্টার মোহনলাল। এই পুরস্কার ঘোষণা হতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। কেরল বিধানসভা নির্বাচনের ঠিক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ বলে পরিচিত এই অভিনেতাকে কেন এই সম্মান দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মোহনলালের মতো প্রভাবশালী তারকাকে এই পুরস্কার দেওয়ার মাধ্যমে কেরলে ক্ষমতা দখলের জন্য একটি কৌশলগত পদক্ষেপ নিল বিজেপি। কারণ, এর আগে মিঠুন চক্রবর্তীকেও একই পুরস্কার দেওয়া হয়েছিল।
২০০১ সালে পদ্মশ্রী এবং ২০১৯ সালে পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত মোহনলাল অবশ্য এখনও পর্যন্ত সরাসরি রাজনীতিতে যোগ দেননি। যদিও বিজেপি নেতৃত্ব দীর্ঘদিন ধরে তাঁকে দলে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী বছর কেরলের বিধানসভা নির্বাচনে তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরার গুঞ্জনও শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে তাঁর এই সম্মানপ্রাপ্তির ঘোষণাটি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। কেরলবাসীর মন জয়ের উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, সেই প্রশ্ন এখন সর্বত্র ঘুরছে।