দূর্গাপূজায় বাংলাদেশে ২৯ জেলায় হামলার আশঙ্কা, তালিকায় পাঁচ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা – এবেলা

এবেলা ডেস্কঃ
দুর্গাপূজা আসন্ন, আর তার আগেই বাংলাদেশে ২৯টি জেলায় মণ্ডপ ও প্রতিমায় হামলার আশঙ্কার কথা জানালো ‘সম্প্রীতি যাত্রা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এক সাংবাদিক সম্মেলনে সংগঠনটি জানিয়েছে, কুষ্টিয়া, গাজীপুর, পঞ্চগড় এবং গাইবান্ধা-সহ একাধিক জেলায় ইতিমধ্যেই মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। তাদের তৈরি ঝুঁকির মানচিত্রে পাঁচটি জেলাকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে ঢাকা, রংপুর, যশোর, চাঁদপুর এবং নোয়াখালী।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, গত কয়েক বছর ধরেই দুর্গাপূজার সময় মণ্ডপ ও প্রতিমায় হামলার ঘটনা ঘটছে, যা হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি করেছে। তাদের বিশ্লেষণ অনুযায়ী, এই বছর মাঝারি ঝুঁকিতে থাকা আরও ২৪টি জেলা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ না নিলে এই ধরনের হামলা রোধ করা কঠিন। যদিও অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন, কারণ তাদের মতে, প্রশাসন এই অপরাধগুলোর ব্যাপারে উদাসীন রয়েছে।