থানার সামনে রিলস বানিয়ে বিপাকে তরুণী, পুলিশ হুমকি দিতেই ঘটে গেল নাটকীয় ঘটনা – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তর প্রদেশের বারাবাঁকিতে ইনস্টাগ্রাম রিলস নিয়ে এক তরুণীর কাণ্ড অবাক করে দিয়েছে সকলকে। বাদ্দুপুর পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসার সময় একটি রিলস তৈরি করেন ‘zoyakhan.9513’ নামের এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী। ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ ওই তরুণীর বাড়িতে যায় এবং রিলসটি ডিলিট করতে অনুরোধ করে। কিন্তু এরপর যা ঘটে, তার জন্য কেউই প্রস্তুত ছিল না।

পুলিশের কথা শুনে রুহি নামের ওই তরুণী বাড়ির ছাদে উঠে যান এবং পুলিশ কর্মীদের সামনেই আত্মহত্যা করার হুমকি দেন। হাতে ছুরি নিয়ে তিনি বলেন, যদি ভিডিওটি ডিলিট করতে বাধ্য করা হয়, তাহলে তিনি নিজের জীবন শেষ করে দেবেন। এই ঘটনা দেখে পুলিশ কর্মকর্তারা হতবাক হয়ে পড়েন। জানা যায়, ঘটনার সময় তার মা এবং বোনও উপস্থিত ছিলেন। যদিও পুলিশ বারবার অনুরোধ জানায়, তবুও ওই ভিডিওটি এখনও তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রয়েছে, তবে তার ব্যাকগ্রাউন্ডের গানটি মিউট করে দেওয়া হয়েছে। এই ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শোরগোল শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *