কলকাতার অধ্যাপিকার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ, ফুটপাত থেকে কেন তিনি তুলে নিলেন শিশুকে – এবেলা

এবেলা ডেস্কঃ
খাস কলকাতায় এক ভয়ঙ্কর অভিযোগ! ফুটপাত থেকে শিশু অপহরণের অভিযোগে গ্রেফতার হলেন এক কলেজের অধ্যাপিকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতার সিঁথি এলাকা থেকে অপহৃত হয়েছিল পাঁচ বছরের এক শিশু। এই ঘটনা সামনে আসতেই তদন্তে নামে কলকাতা পুলিশ। তিন দিন ধরে তল্লাশির পর কসবার একটি ফ্ল্যাট থেকে ওই শিশুটিকে উদ্ধার করা হয়। সেখান থেকেই গ্রেফতার হন অরুণিমা চন্দ নামে ৫২ বছর বয়সী এক অধ্যাপিকা এবং আরও দুজন। এই ঘটনা প্রকাশ্যে আসার পর কলকাতা পুলিশের তদন্তকারীরাও হতবাক হয়ে গিয়েছেন।
জেরায় অভিযুক্ত অধ্যাপিকা দাবি করেছেন, তিনি ফুটপাতের শিশুদের ভালোভাবে বড় করে তোলার জন্যই নিজের কাছে নিয়ে যান। তাঁর এই কাজ কোনও অসৎ উদ্দেশ্য নিয়ে নয়, বরং শিশুদের ভবিষ্যতের কথা ভেবেই। তবে এই ধরনের চাঞ্চল্যকর ঘটনার পেছনে অধ্যাপিকার দাবি কতটা সত্যি, তা খতিয়ে দেখছে পুলিশ। এর আগেও কলকাতায় মানবপাচারের অভিযোগে অনেকে গ্রেফতার হয়েছেন। তাই এই ঘটনায় আরও গভীর তদন্তের প্রয়োজন আছে বলে মনে করছেন তদন্তকারীরা।