যুক্তি না ধর্ম? যোগী রাজ্যে এমন কী ঘটল যে নিষিদ্ধ হলো জাতিগত সমাবেশ – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরপ্রদেশ সরকার এবার এক যুগান্তকারী সিদ্ধান্ত নিল যা ভারতীয় বিচার ব্যবস্থার ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশের পর যোগী রাজ্য জুড়ে প্রকাশ্যে জাতিগত জনসভা নিষিদ্ধ করা হয়েছে। শুধু তাই নয়, সরকারি ও আইনি নথি থেকে জাত-ভিত্তিক উল্লেখ মুছে ফেলারও নির্দেশ জারি হয়েছে। এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো জাতপাত ও জাতিগত ভেদাভেদ দূর করে সমাজে সমতা প্রতিষ্ঠা করা।

পুলিশের এফআইআর, গ্রেপ্তারি স্মারক এবং চার্জশিটের মতো গুরুত্বপূর্ণ নথিতে এখন থেকে আর কোনো ব্যক্তির জাত উল্লেখ করা যাবে না। পরিবর্তে, অভিযুক্ত বা ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পিতার নামের পাশাপাশি মায়ের নাম উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে। এই পদক্ষেপের ফলে জনসমাগমস্থল, যানবাহনের সাইনবোর্ড এবং সোশ্যাল মিডিয়াতেও জাতিভিত্তিক মহিমান্বিতকরণ বা ঘৃণা ছড়ানো কঠোরভাবে নিষিদ্ধ হয়েছে। ব্যতিক্রম কেবল সেইসব আইনি ক্ষেত্রে, যেখানে জাত উল্লেখ করা আবশ্যক, যেমন এসসি/এসটি আইন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *