নতুন GST’তে বাজিমাত, পুজোয় কী কী জিনিসের দাম কমলো জানেন – এবেলা

এবেলা ডেস্কঃ
নবরাত্রির প্রথম দিন থেকে কার্যকর হল নতুন জিএসটি কাঠামো। উৎসবের মরসুমে মধ্যবিত্তের পকেটে স্বস্তি দিতে কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ করেছে। নতুন কর কাঠামো অনুযায়ী, বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য ও পরিষেবার উপর জিএসটি হার কমানো হয়েছে। এর মধ্যে রয়েছে দুধ, রুটি, পাউরুটি, পরোটা, ছানা ও পনিরের মতো খাদ্যপণ্য, যেগুলিতে আগে ৫% জিএসটি ছিল, এখন তা পুরোপুরি করমুক্ত হয়েছে। এছাড়াও সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, টুথব্রাশ, রান্নার জিনিসপত্র, ছাতা এবং সাইকেলের মতো ব্যক্তিগত ব্যবহার্য পণ্যের দামও কমেছে।
এর পাশাপাশি স্বাস্থ্যসেবা ও শিক্ষাক্ষেত্রের একাধিক জিনিসের দামও কমানো হয়েছে। জীবনদায়ী ওষুধ, থার্মোমিটার ও ডায়াগনস্টিক কিট-এর মতো চিকিৎসা সরঞ্জাম এখন করমুক্ত। অন্যদিকে, বই, পেন্সিল ও ইরেজারের মতো শিক্ষাসামগ্রীর দামও কমেছে। বেশ কিছু গাড়ির দামও কমানো হয়েছে, যার মধ্যে মারুতি সুজুকির একাধিক মডেল রয়েছে। এই পরিবর্তনের ফলে মধ্যবিত্তের সঞ্চয় বাড়বে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন।