অপারেশন সিঁদুরের কড়া বার্তা, মরক্কো থেকে পাকিস্তানকে কী বললেন রাজনাথ? – এবেলা

এবেলা ডেস্কঃ
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মরক্কো সফরে গিয়ে ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় ফের একবার অপারেশন সিঁদুর এবং পহেলগাঁও হামলার প্রসঙ্গ তুলেছেন। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে, ভারত সন্ত্রাসবাদীদের ধর্ম দেখে আক্রমণ করে না, বরং তাদের কৃতকর্মের ভিত্তিতেই ব্যবস্থা নেয়। রাজনাথ সিং জোর দিয়ে বলেন, ‘জঙ্গিরা আমাদের নাগরিকদের ধর্ম জেনে হত্যা করেছে, কিন্তু আমরা ধর্ম না দেখে তাদের কর্মের ভিত্তিতে ব্যবস্থা নিয়েছি।’ পাকিস্তানের উপর আক্রমণের জবাবে তিনি জানান, ‘আমরা শুধুমাত্র তাদেরই হত্যা করেছি যারা আমাদের সাধারণ মানুষকে মেরেছে, কোনও সাধারণ নাগরিক বা সামরিক স্থাপনায় আক্রমণ করিনি।’
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এদিন পাকিস্তানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অপারেশন সিঁদুর পাকিস্তানের পরিস্থিতির উপর নির্ভরশীল, যদি তারা সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যায় তবে ভারত এর জবাব দেবে। তিনি ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্রের উপর জোর দিয়ে বলেন, ভারত ধর্মান্ধ নয় এবং ধর্ম বা সম্প্রদায়ের ভিত্তিতে কাউকে বিচার করে না। এটি যেকোনো ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর প্রথম মরক্কো সফর। এই সফরকালে তিনি কাসাব্লাঙ্কা বিমানবন্দরে অবতরণ করেন, যেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।