বাংলার উৎসবের মরশুম শুরু, মুখ্যমন্ত্রী কেন রেকর্ড ভাঙলেন? – এবেলা

এবেলা ডেস্কঃ

পবিত্র মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে দেবীপক্ষ, সারা দেশে পালিত হচ্ছে শারদীয় নবরাত্রি। এরই মাঝে উৎসবের আবহকে আরও রঙিন করে তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে নিজের লেখা ও সুর করা একটি নতুন গান প্রকাশ করে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। গানের কথা ছিল, “শরৎ আকাশে নীল গগনে, মা আসছেন দুর্গা অঙ্গনে”। এবার পুজোর উদ্বোধন করে নতুন রেকর্ড গড়েছেন তিনি; প্রায় ৩ হাজার পূজামণ্ডপের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন।

শনিবার থেকে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার পূজামণ্ডপের উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে দেখা গেছে। হাতিবাগান সর্বজনীন, টালা প্রত্যয় ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মতো বিখ্যাত পূজাগুলোতে উপচে পড়া ভিড় ছিল। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী ভিড় সামাল দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান, যাতে সাধারণ মানুষের কোনো সমস্যা না হয়। রবিবারও তিনি একাধিক মণ্ডপের উদ্বোধন করেন এবং চেতলা অগ্রণী ক্লাবের প্রতিমার চোখ আঁকেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *