পুজোর ফ্যাশন টিপস, যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে – এবেলা
এবেলা ডেস্কঃ
এক বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবার ফিরে আসছে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজা। এই সময় নিজেকে নতুন সাজে মেলে ধরেন সবাই। নতুন পোশাক, গয়না, মেকআপ, আর চুলের সাজে নিজেকে সবার থেকে আলাদা করে তোলার এই সুযোগ কেউ হাতছাড়া করতে চান না। তবে সাধারণ সাজসজ্জা ছাড়াও কিছু বিশেষ টিপস মেনে চললে আপনার সাজ হয়ে উঠতে পারে আরও আকর্ষণীয়। ঐতিহ্যবাহী শাড়ি হোক বা আধুনিক সালোয়ার, কিছু নতুনত্ব যোগ করে আপনি ভিড়ের মাঝেও হয়ে উঠতে পারেন অনন্যা।
জুয়েলারি থেকে শাড়ি পরার স্টাইল, সব কিছুতেই এখন চলছে নতুন পরীক্ষা-নিরীক্ষা। শাড়ির সঙ্গে স্নিকার্স বা ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে কোলাপুরি চপ্পল পরলে পুরো সাজটাই বেমানান হতে পারে। তাই পোশাকের সঙ্গে মানানসই জুতো পরা জরুরি। এছাড়াও, সামান্য কিছু পরিবর্তনে আপনার সাজে আসতে পারে অন্যরকম লুক। যেমন, সালোয়ারের সঙ্গে ওড়না বা দোপাট্টা একটু অন্যভাবে স্টাইল করলে আপনি নজর কাড়তে পারেন। একইভাবে, পোশাকের সঙ্গে মানানসই মেকআপ ও হেয়ারস্টাইল আপনার সাজকে সম্পূর্ণ করবে।