আপনার চোখ দুটিই বলে দেবে পুজোয় আপনি কতটা আবেদনময়ী, জেনে নিন তার রহস্য – এবেলা

এবেলা ডেস্কঃ

পুজোতে সারা রাত ঠাকুর দেখা কিংবা দিনভর ঘুরে বেড়ানোর পর চোখের কাজল কি ঘেঁটে যায়? এই সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলতে পারেন কিছু কৌশল। চোখের মেকআপের স্থায়িত্ব বাড়াতে আগে মুখ ভালো করে পরিষ্কার করুন। মেকআপ করার আগে মাইসেলার ওয়াটার বা মেকআপ রিমুভার দিয়ে চোখের চারপাশ পরিষ্কার করে নিন। এরপর ত্বক অনুযায়ী ফাউন্ডেশন ও কনসিলার দিয়ে বেস তৈরি করে নিন। ম্যাট ফিনিশ বা দীর্ঘস্থায়ী হয় এমন কাজল ব্যবহার করলে তা সারাদিন অক্ষত থাকবে।

চোখের কাজলকে আরও দীর্ঘস্থায়ী করার জন্য আইশ্যাডো ব্যবহার করতে পারেন। কাজল লাগানোর পর একটি আইশ্যাডো ব্রাশ দিয়ে কাজলের উপর হালকা করে পছন্দের রঙের আইশ্যাডো ব্লেন্ড করে নিন। এতে আপনার চোখের মেকআপ আরও আকর্ষণীয় দেখাবে। এছাড়াও, বারবার চোখে হাত দেওয়া থেকে বিরত থাকুন। এই সাধারণ টিপসগুলো মেনে চললে আপনার কাজল দীর্ঘক্ষণ থাকবে এবং আপনার সাজও থাকবে অনবদ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *